
ওঙ্কার ডেস্ক: বহুচর্চিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর ১৪,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলার মূল অভিযুক্ত হীরার ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করল সেখানকার কর্তৃপক্ষ। ভারতের পক্ষ থেকে পাঠানো প্রত্যার্পণ অনুরোধের ভিত্তিতে শনিবার এই গ্রেফতারি ঘটেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের একটি আদালত থেকে ২০১৮ সালের ২৩ মে এবং ২০২১ সালের ১৫ জুন জারি করা দুটি জামিন অযোগ্য পরোয়ানার ভিত্তিতে চোকসিকে আটক করা হয়েছে।
এই মুহূর্তে ৬৫ বছর বয়সি চোকসির আইনি দল তাঁর জামিনের আবেদন জানাতে এবং ভারতের প্রত্যার্পণ চেষ্টার বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তাঁর আইনজীবীদের দাবি, চোকসির শারীরিক অবস্থা খুবই জটিল, ফলে তাঁকে ভারতে ফেরত পাঠানো অনুচিত।
প্রসঙ্গত, চোকসি ও তাঁর ভাইপো নিরব মোদির বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) পিএনবি-কে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মিলে ভুয়া লেটার অব আন্ডারটেকিং (LoU) ও ফরেন লেটার অব ক্রেডিট (FLC) সংগ্রহ করে বিপুল আর্থিক ক্ষতির কারণ হন তাঁরা।
এই গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন পিএনবি কেলেঙ্কারির হুইসলব্লোয়ার হরিপ্রসাদ এসভি। তিনি বলেন, “খবরটা অত্যন্ত আশাজনক। যারা চোকসির দ্বারা প্রতারিত হয়েছেন, তাঁদের জন্য এটি স্বস্তিদায়ক। তবে শুধু তাঁকে ফিরিয়ে আনা নয়, তাঁর লুন্ঠিত অর্থও ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “প্রত্যার্পণ প্রক্রিয়া সহজ হবে না। তাঁর অর্থবিত্ত বিপুল এবং তিনি ইউরোপের সেরা আইনজীবীদের নিযুক্ত করবেন—যেমনটা বিজয় মাল্য করেছেন। অ্যান্টিগুয়াতেও ধরা পড়ার পর তিনি আইনি ফাঁকফোকরে ছাড়া পেয়ে গিয়েছিলেন। তবে এবার ভারত সরকারের জন্য এটি একটি বড় সুযোগ, এবং আমরা আশাবাদী, এবার তাঁকে ফেরানো সম্ভব হবে।”
জানা গিয়েছে, ২০১৮ সালের জানুয়ারির শুরুতেই ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন চোকসি। তার আগেই, ২০১৭ সালে তিনি অ্যান্টিগুয়ার নাগরিকত্ব গ্রহণ করেন। ২০২১ সালে ডোমিনিকায় একবার তাঁকে আটক করা হয়, যদিও পরে তাঁকে অ্যান্টিগুয়াতেই ফিরিয়ে দেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তিনি বেলজিয়ামে যান বলে তাঁর আইনজীবীরা দাবি করেছেন।
বর্তমানে তাঁকে বেলজিয়ামে হেফাজতে রাখা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দেখার, ভারতের প্রত্যার্পণ চেষ্টায় কতটা সাফল্য আসে।