
সূর্য্যজ্যোতি পাল,কোচবিহার:
সন্দেশ খালি, ভাঙ্গড়ের,পর এবার সন্ত্রাস কবলিত কোচবিহারের দিনহাটায় টহল দেওয়া শুরু করলো কেন্দ্রীয় বাহিনী।গত পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও উত্তেজনার জন্য খবরের শিরোনামে ছিলো এই এলাকা।এবার তাই লোকসভা নির্বাচনের অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনী আসায় খুশি এলাকাবাসীরা।লোকসভা নির্বাচনের আগে অশান্ত দিনহাটায় টহলদারি শুরু করলো কেন্দ্রীয় বাহিনী । দিনহাটা দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে দেখা যায়। তারা গ্রামবাসীদের সাথে কথা বলেন ,এবং তাদের নির্ভয়ে থাকার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে গ্রামবাসী জয়নাল সেন বলছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাবেই আলোচনা করেছেন। এলাকা শান্তিপূর্ণ রাখতে রাখতে কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আলোচনা করছেন জওয়ানরা ।
অপরদিকে আরেক গ্রামবাসী সান্তনা বর্মন বলেন, আমরা এবার অনেক বেশি স্বাধীন হলাম বলে মনে হচ্ছে। এর ফলে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে আমরা ভোট দিতে পারবো।উল্লেখ্য ২০১৮ সাল পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক ২০২৩ পঞ্চায়েত নির্বাচন। প্রতিবারই সন্ত্রাস কবলিত হয়েছে দিনহাটা। বিশেষ করে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে নিত্যদিনে খুন, যখম, বোমাবাজি, সন্ত্রাসের ক্ষেত্রে খবরের শীর্ষবিন্দু ছিল দিনহাটা। তাই দিনহাটায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়ন করার পরই কিছুটা স্বস্তিতে দিনহাটার মানুষ।