
সায়ন মাইতি,পশ্চিম মেদিনীপুর:আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায়। পুলিস সূত্রে খবর , প্রাথমিক ভাবে দলীয় পতাকা লাগানো নিয়ে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয়, তার পরে পরিস্থিতি সংঘর্ষের আকার নেয়। ইট ও পাথর বৃষ্টি শুরু হয় এলাকায়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এই সংঘর্ষের জেরে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন । তাঁদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তৃণমূল সূত্রে খবর, এ ঘটনায় তিনজন তৃণমূল কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে নি। পাশাপাশি এই সংঘর্ষের দায় নিতে চায় নি কোনও পক্ষই। এখনও অবধি কাউকে গ্রেফতার করা না হলেও স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করেছে পুলিস।