
জয়ন্ত সাহা,আসানসোল:
বেসরকারীকরনের বিরোধিতা সহ একাধিক দাবিতে আসানসোলের শাকতোড়িয়া ইসীএলের সদর দপ্তরের সামনে সিটুর বিক্ষোভ। বিক্ষোভ শেষে সিটুর পক্ষ থেকে ইসিএল সদর দপ্তরের কর্তৃপক্ষের হাতে স্মারক লিপি তুলে দেওয়া হয়।এছাড়া আগামী ১৬ই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী চাক্কাজামের ডাক দেওয়া হয়েছে সিটুর পক্ষ থেকে । এদিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিটু অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেন, অল ইন্ডিয়া কোল ওয়ার্কস ফেডারেশন সেক্রেটারি ডিডি রামানন্দম, এবং বংশগোপাল চৌধুরী,অরূপ চ্যাটার্জী সহ আরো অনেকে।