
নিজস্ব প্রতিনিধি, কোচবিহারঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে কোচবিহারে। এদিকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্তমানে কোচবিহারে রয়েছেন তিনি। শনিবার সকালে তাঁর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে ছিলেন, জেলার বিজেপি বিধায়কেরা।
অন্যদিকে কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে বহু বাম ও কংগ্রেসের প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে হাজির হয়েছেন রাজ্যপালের কাছে। তাঁদের অভিযোগ, শাসক দল তৃণমূল ভোটের প্রচারে করতে বাধা দিচ্ছে। ভয় দেখাচ্ছে। এআইসিসি সদস্যা পিয়া রায় চৌধুরী বলেন, কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় যে ধরনের সন্ত্রাস তৃণমূল চালাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে তাঁরা রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন।
বাইট –
শীতলকুচির ডাকালিহাটপুর এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এক বিজেপি প্রার্থী। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত বিজেপি প্রার্থীকে দেখতে শনিবার কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। হাসপাতাল থেকে সোজা চলে যান দিনহাটায়। দিনহাটা যাওয়ার পথে রাজ্যপালের কনভয়ের পথ আটকায় স্থানীয় সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। রাজ্যপালকে তৃণমূলের বিরুদ্ধে নানান হিংসার অভিযোগ স্মারকলিপি দেয় বাম কংগ্রেস নেতারা।
সাহেবগঞ্জ টিয়াদহে নির্বাচনী হিংসার বলী মৃত বিজেপি কর্মী সম্ভু দাস এর বাড়িতে যান। মৃত সম্ভু দাসের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস রাজ্যপাল এর। প্রসঙ্গত উল্লেখ্য গত ১৮তারিখ সকালে শম্ভু দাসের মৃতদেহ তার বাড়ি থেকে কিছুটা দূরে পাট ক্ষেতে পাওয়া যায়।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ করেন কোচবিহার জেলা তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়।