
সূর্যজ্যোতি পাল, কোচবিহার: ভোট গণনার পরই হিংসায় উত্তাল কোচবিহার। আক্রান্ত ফুলবাড়ী অঞ্চলের তৃনমূলের করভেনার বিনয় বর্মন,। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অভিযোগ মঙ্গলবার রাতেই বিনয় বর্মনের উপর অর্থর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। হাত ভেঙে দেওয়ার পাশাপাশি তার মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন আরো দুইজন তৃনমূল কর্মী। তাদের ও ফালাকাটা হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল যুব সভাপতি কমলেশ অধিকারী জানান, তৃণমূল কংগ্রেস জয়লাভের পরে নিজেদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, তাই বিজেপি সন্ত্রাসের আশ্রয় নিয়েছে।