
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লুচি, আলুপোস্তা আর মিস্টি দইয়ের মতোই মিটিং মিছিলও বাঙালী সংস্কৃতির অঙ্গ।বকেয়া মহার্ঘভাতার দাবিতে কলকাতা হাইকোর্টে কোঅর্ডিনেশন কমিটির দায়ের করা মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চের।মিছিল করার অনুমতি দিলেও তীর্যক মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের। কোঅর্ডিনেশন কমিটির মিছিল নিয়ে ফের ধাক্কা রাজ্যের। বিচারপতি রাজাশেখর মান্থার রায় বহাল। রেল মিউজিয়াম থেকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করতে পারবে। নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে র।গতকালই বিচারপতি রাজা শেখর মান্থা এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।কিন্তু রাজ্যের আবেদন এদিন খারিজ করেদিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। লুচি, আলুপোস্তা আর মিস্টি দইয়ের মতোই মিটিং মিছিলও বাঙালী সংস্কৃতির অঙ্গ।বকেয়া মহার্ঘভাতার দাবিতে কলকাতা হাইকোর্টে কোঅর্ডিনেশন কমিটির দায়ের করা মামলায় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। শর্তসাপেক্ষে, মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ।শান্তিপূর্ণ মিছিল করতে হবে।এক লাইনে মিছিল করতে হবে।কোথাও মিছিলকে দাঁড় করানো যাবে না।ট্রাফিকের সমস্যা যাতে না হয় সেদিকে ও লক্ষ্য রাখতে হবে।যেহেতু কর্ম দিবসে এই মিছিল হচ্ছে তাই ন্যূনতম সদস্য নিয়েই এই মিছিল করতে হবে।প্রশাসনের অন্যান্য শর্ত মেনে মিছিল করতে হবে।