
সুমিত চৌধুরী: অবশেষে শুক্রবার চূড়ান্ত হচ্ছে বাম কংগ্রেস জোট। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিআইএমের রবীন দেব জানিয়ে দিয়েছেন দুই দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত।
কোচবিহার এবং পুরুলিয়া কে কেন্দ্র করে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের যে জট আছে সেটাও বৃহস্পতিবার এর মধ্যে সামনে নেয়া যাবে বলে আশা করছেন সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব।
তবে আইএসএফের সঙ্গে জোটের সম্ভাবনা এখনো বিশবাঁও জলে। বৃহস্পতিবার সারাদিন এর মধ্যে যদি কিছু সংযতায় পৌঁছানো সম্ভব না হয় তাহলে আইএসএফকে বাদ দিয়েই শেষ পর্যন্ত জোটে যেতে চলেছেন বাম কংগ্রেস নেতৃত্ব।
উল্লেখ্য আনুষ্ঠানিকভাবে জোট ঘোষিত না হলেও ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিএম বহু কেন্দ্রে একসঙ্গে প্রচারে নেমে পড়েছে পরস্পরের প্রার্থীদের হয়ে।
যদি শেষ পর্যন্ত জোটে নাও আসে তাহলেও সিপিএম এবং কংগ্রেসের জোট এবার বিকল্প তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে। তথ্যভিঞ্জ মহলের মতে
মালদা এবং মুর্শিদাবাদের একাধিক আসনে জয়ের সম্ভাবনা রয়েছে এই জোটের।
আইএসএফ জোটের বাইরে থাকায় সংখ্যালঘু ভোট যতটা আশা করা যাচ্ছিল ততটা জোট ভাঙতে পারবে না এটা ঠিক কথা। কিন্তু সে ক্ষেত্রে সংখ্যাগুরুর বেশকিছু ভোট দক্ষিণবঙ্গে অন্তত জোটের দিকে আসবে।
আইএসএফ সাত থেকে আট টি আসনের দাবিতে অনমনীয় থাকায় মূলত আইএসএফের সঙ্গে জোট না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
দক্ষিণবঙ্গে আসন কম পাওয়ায় কংগ্রেস শিবিরেও কিছু ক্ষোভ বিক্ষোভ ছিল। মেদিনীপুর থেকে কংগ্রেস সমর্থকরা এসে প্রদেশ দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন এই ইস্যুতে। কিন্তু শেষ পর্যন্ত বাম এবং কংগ্রেস সমঝোতায় পৌঁছে যেতে পেরেছে বলেই খবর।
সবকিছু ঠিকঠাক চললে শুক্রবারের মধ্যে চূড়ান্ত প্রাপ্তি তালিকা প্রকাশিত হয়ে যাবে