
ওঙ্কার স্পোর্টস ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্ত ভারতীয় দলে জায়গা পেলেন না জসপ্রীত বুমরাহ। পাকিস্তান ও সংযুক্ত আরব আমির শাহিতে শুরু হতে চলেছে টুর্নামেন্ট।অস্ট্রেলিয়ায় যে পিঠের চোট পেয়েছিলেন বুমরা সেই চোট থেকে সময়মতো সেরে উঠতে পারেননি বুমরা, তাই তাকে ছাড়াই দুবাই পাড়ি দিতে হবে ভারতীয় দলকে।
বুমরার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে ভারতীয় দল। দলের হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা এবং অজিত আগরকর বুমরাহর ফিটনেস নিয়ে আলোচনা করেছেন। এর আগে বর্ডার গাভস্কর সিরিজে খেলেন বুমরাহ। এরপরই এনসিএতে যান। তবে চোট সারেনি।একটি বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘কোমরের চোটের জন্য বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছে। পরিবর্ত হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড সিরিজে দারুণ পারফরম্যান্সের জন্য বরুণ চক্রবর্তীকেও দলে নেওয়া হয়েছে, যশস্বী জয়সওয়ালের জায়গায়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া , অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী।