
ওঙ্কার ডেস্ক:বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো কান্দি পৌরসভা এলাকায়। আতঙ্ক এলাকাবাসীদের মধ্যে।স্থানীয় সূত্রে জানা গেছে শারিরীক অসুস্থতার কারণে বাড়ির মালিক আগমনী মন্ডল তার সন্তান কে নিয়ে বেঙ্গালুরু গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য। ঘরে ছিলেন না স্বামী তৈলক্যনাথ মন্ডলও ।তিনি ভীন রাজ্যে কাজে গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিলনা আর সেই সুযোগে বাড়িতে ঢুকে, তালা ভেঙে দু’টি ঘর থেকে বেশ কিছু জিনিস পত্র চুরি যায়। রবিবার রাতে পাশের এক প্রতিবেশী গৃহবধূর বাড়ির মেন গেটের তালা ভাঙা দেখে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা কান্দি থানার পুলিশ কে খবর দিলে, ঘটনা স্থলে পুলিশ এসে বাড়ির ঘর খুলে সমস্ত কিছু খতিয়ে দেখে।পুলিশ সূত্রে খবর দুটি ঘরের দুটি আলমারি ও লকার ভাঙ্গা হয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ।স্থানীয়দের সঙ্গে গোটা বিষয় নিয়ে কথা বলেন এবং চোর ধরা পরবে বলে আশ্বস্ত করেন। কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, কোন পরিবার বাড়ি থেকে বাইরে গেলে,সে কথা যদি প্রশাসন ও পৌরসভাকে জানিয়ে দেয়।তাহলে এই ধরনের চুরির ঘটনা আটকানো সম্ভব হবে।
সম্পূর্ন ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ