
ওঙ্কার ডেস্ক: দলিত যুবকের উপর নৃশংস অত্যাচার রাজস্থানে। মারধর করে গায়ে প্রস্রাব করার পাশাপাশি যৌন নির্যাতন করার অভিযোগ উঠল কয়েক জন ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানে একটি বিয়ের শোভাযাত্রা দেখতে বের হয়েছিলেন ১৯ বছর বয়সী ওই যুবক। দুই ব্যক্তি তাঁকে কাছাকাছি একটি বাসস্ট্যান্ডে ডেকে নিয়ে যান। অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই তাঁরা ওই যুবককে বেধড়ক মারধর শুরু করে। শুধু তাই নয় তাঁর গায়ের উপর প্রস্রাব করে দেন অভিযুক্তরা। সেই সঙ্গে করা হয় যৌন নির্যাতনও। চলতি এপ্রিল মাসের ৮ তারিখে সিকারের ফতেপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পর গত ১৬ এপ্রিল গোটা বিষয়টি জানিয়ে নির্যাতিত যুবকের পরিবার থানায় এফআইআর দায়ের করে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ওই যুবককে মারধর করেন, তাঁর গোপন অঙ্গে আঘাত করেন এবং তাঁরঞ্জোর করে তাঁর জামাকাপড় খুলতে বাধ্য করেন। নির্যাতিত যুবকের সঙ্গে অস্বাভাবিক শারীরিক সম্পর্ক করেন অভিযুক্তরা।
নির্যাতিত যুবকের অভিযোগ, ‘তাঁরা মদ্যপ অবস্থায় বোতল দিয়ে আমাকে আঘাত করেছিলেন, আমার গায়ে প্রস্রাব করেন এবং জাত তুলে গালাগাল দেন।’ তাঁর আরও সংযোজন, ঘটনার সময় অভিযুক্তরা ভিডিও করেন এবং হুমকি দেন এই বিষয়ে যদি কাউকে বলা হয় তাহলে ভিডিওটি সমাজ মাধ্যমে ছেড়ে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের আওতায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অরবিন্দ কুমার বলেন, ‘আমরা এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছি। নির্যাতিত যুবকের মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’