
অরূপ পোদ্দার, দার্জিলিং: দার্জিলিংয়ের টুমলিং এলাকায় তুষারপাত। মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ আচমকাই ওই এলাকায় তুষারপাত শুরু হয়। তুষারপাতের জেরে এলাকার রাস্তাঘাট সমস্ত কিছুই বরফের চাদরে মুড়ে যায়। এদিন তুষারপাতের জেরে এলাকার সমস্ত জায়গায় বরফের কয়েক ইঞ্চি স্তর জমে যায়।জানাগেছে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে।অন্যদিকে তুষারপাত চাক্ষুষ করতে পেরে খুশি পর্যটকরা।