
জয়ন্ত সাহা,আসানসোল: আসানসোলের মহিশীলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন তারকা সাংসদ দেব।মঙ্গলবার সন্ধ্যায় ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াকস্ মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উন্মোচন করেছেন তিনি।নিজের মোমের মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানিয়েছেন ঘাটালের সাংসদ। এছাড়া দেব জানান তার যে কোনদিন মূর্তি তৈরি হবে সেটা তার কাছে অকল্পনীয় ছিলো।
।শিল্পী সুশান্ত রায় বলেন এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছিলেন।এই মোমের মূর্তি তৈরি করতে দেড়মাস সময় লেগেছে।এদিন দেব ও তার মোমের মূর্তি দেখতে মহিশীলা কলোনি তে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ।