
নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, আপ নেতার বিরুদ্ধে আনা অভিযোগ আপাতত প্রমাণ করা গিয়েছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ধীর গতিতে বিচার চললে আবারও জামিনের আবেদন করতে পারবেন মণীশ সিসোদিয়া। প্রসঙ্গত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, আবগারি কেলেঙ্কারি থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন সিসোদিয়া। ৩৩৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগে মণীশ সিসোদিয়ার যোগ আংশিকভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালতের রায়ের পর আজাদাধিকার সেনা দাবি তুলেছে দিল্লির আপ সরকারের পদত্যাগের।