
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার ১৪ই মার্চ দিল্লি রামলীলা ময়দানে বিশাল জমায়েত করলো সংযুক্ত কিষান মোর্চা। দিল্লী পুলিশের নিষেধাজ্ঞা থাকায় এই সমাবেশে যোগদানকারীর সংখ্যা সীমাবদ্ধ রাখতে হয়েছিল। তাও কয়েক হাজার কৃষক ট্রেন ও বাসে করে এসেই জমায়েতে অংশ নেন। দিল্লী পুলিশ আগেই বলে দিয়েছিল তারা ট্রাক্টর নিয়ে কোন মিছিল করে দিল্লিতে ঢুকতে দেবে না। উল্লেখ্য আরও এক দল কৃষক পাঞ্জাব হরিয়ানা সীমান্তে গত বেশ কিছুদিন ধরে ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে টানা অবস্থান করে চলেছেন।
বৃহস্পতিবারের রামলীলা ময়দানের সমাবেশে কৃষকরা কর্পোরেট লুট থেকে কৃষক ক্ষেত্রকে বাঁচানো মূল্য সাম্প্রদায়িক বিভাজনের বিরোধিতা এইরকম নানা ইস্যু সামনে নিয়ে আসেন। সমাবেশ এরপর কৃষকরা মিছিল বার করতে চাইলেও দিল্লি পুলিশ সেই মিছিল বার করতে দেয়নি।