
শান্তনু পান, ওঙ্কার বাংলা: ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্যই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলে মন্তব্য করেছেন সাংসদ অভিনেতা দেব। রবিবার ঘাটালে এক প্রশাসনিক বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ।
উল্লেখ্য, ২০২৫ সালের বাজেটে রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। মূলত এটাই ছিল তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বাজেটে এই বরাদ্দ ঘোষণার পর ঘাটালবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সেখানকার স্থানীয় মানুষজন। সেই প্রকল্পের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রবিবার ঘাটালে এক প্রশাসনিক বৈঠকে যোগ দেন সাংসদ দেব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা সাংসদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। পাশাপাশি ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে যে জমির প্রয়োজন হবে তা ঘাটালবাসীকে দেওয়ার জন্য অনুরোধ করেন দেব। তিনি বলেন, ২৪ এর ভোটের আগেই আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, ঘাটাল মাস্টার প্ল্যান যদি তৈরি হয় তাহলে এই ভোটে দাঁড়াবো। আর সেই মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীর স্বপ্নপূরণ করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুইয়া, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, ঘাটালের সাংসদ দীপক অধিকারী, জেলাশাসক খুরশেদ আলী কাদরী, পুলিশ সুপার ধৃতীমাণ সরকার, ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
ভিডিও দেখুন-