
শুভজিৎ পুততুন্ড, নিউটাউন : রোজকার মতো শনিবারও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিনও একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র ভাষায় নিশানা করেন তিনি। প্রসঙ্গত, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিচার প্রতি রাজাশেখর মান্থা বিজেপিকে প্রোটেকশন দিচ্ছে। এই প্রসঙ্গে অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, প্রোটেকশন আছে বলেই উনি বাইরে আছেন। নাহলে বহুদিন আগে তিহাড়ে গিয়ে কেষ্টর সঙ্গে বসে ভাত খেতে হত।
পাশাপাশি নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে পুলিশী বাধা প্রসঙ্গে তার মন্তব্য,এ রাজ্যে গনতন্ত্র দু রকম। তৃণমূলের নেতাকর্মীদের জন্য এক আর বিরোধীদের জন্য অন্যরকম আইন। একই সঙ্গে এদিন মেদিনীপুরে তাকে আটকে দেওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন দিলীপ।
এদিন সংবাদমাধ্যমের সামনে ভোট পরবর্তী হিংসা নিয়েও রাজ্য সরকারকে বেঁধেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এ রাজ্যে মৃত্যু মিছিল নতুন না। আবার লোকসভার আগে একই ঘটনা হবে। সিপিএমের আমলেও হতো। এখন আরও বেড়ে গেছে। কারন রাজ্যে আইন শৃঙ্খলা উঠে গেছে।
এদিন তিনি আরও বলেন, ২০১৯ এ আমরা তৃণমূলকে ৩৪ থেকে ২২ এ নামিয়েছি। ২০২৩ এ আমরা পঞ্চায়েতে ১১ হাজার আসন জিতেছি। এবার তৃণমূল কংগ্রেসের আরও এক ডজন সিট কমবে বলে দাবি দিলীপ ঘোষের।