
গোপাল শীল,ডায়মন্ডহারবার: একটি পুরোনো মামলায় মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে হাজির দেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিক বৈঠক করে দুর্নীতির প্রশ্নে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন উনি বলছেন চুরি করেন নি ।কিন্তু তার আশেপাশের লোকজন তো ডাকাত ।চাল কয়লা বালি গরু কিছুই বাদ দেয়নি। আর এই সব কিছুই তিনি জানতেন এবং ভাগ ও পেয়েছেন।
পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন আমি নির্দোষ,মন্ত্রীর এই বক্তব্য কে কটাক্ষ করে দিলীপ বলেন কোন অপরাধীই ধরা পড়ার পর দোষ স্বীকার করেন।পার্থ,অনুব্রত, ও দোষ স্বীকার করেনি উনিও স্বীকার করছেন না।উল্লেখ্য আদালত সূত্রে জানা গেছে ২০১৯ ও ২০২১, সালে করা পৃথক দুটি মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দেন দিলীপ।তারপর সাংবাদিক বৈঠক করেন বিজেপির প্রাক্তন সর্ব ভারতীয় সহ সভাপতি।