
ওঙ্কার ডেস্ক : ‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিঙ্গুর-নন্দিগ্রাম দেখিয়ে ভোটে জিততে পারেন, তাহলে আমরা সন্দেশখালির ঘটনা কেন মানুষকে ভুলতে দেব?’, সন্দেশখালি ইস্যুতে ফের মুখ্যমন্ত্রীকে চাঁচাছোলা আক্রমণ দিলীপ ঘোষের. তিনি আরও বলেন, ‘ভয় দেখিয়ে ওখানে ভোট করাতে চাইছে তৃণমূল. তবে, মহিলারা যেভাবে প্রতিরোধ করছেন, তা সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে’.