
প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ রামনগর এক নম্বর ব্লকের দুবলাবাড়ি টেংরামারি কৃষি উন্নয়ন সমিতির ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করল তৃণমূল।এই এলাকার দুটি পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। তাই বিজেপির পঞ্চায়েত এলাকায় ,তৃনমূলের এই জয়লাভ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি করেছে। সমবায় সমিতির ৯টি আসনের মধ্যে নটিতেই জয় লাভ করছে তৃণমূল। তৃণমূলের জয়লাভের পর এলাকায় বিজেপি – তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ বহিরাগতদের এনে বিজেপি গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তালগাছড়ি দুই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলেন এটি তৃণমূলের বিপুল জয়। রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি ও কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির নির্দেশে সঠিকভাবে ভোট পরিচালনা হয়েছে এবং তৃণমূল জয় লাভ করেছে। আগামীতে পঞ্চায়েত নির্বাচনেও তৃনমূল জিতবে,একইভাবে রামনগর বিধানসভায় তৃণমূল বিপুলভাবে জয়লাভ করবে।
ভিডিও দেখুন-