
আসানসোল, জয়ন্ত সাহা: রাজ্যের প্রথম সরকারি জেলা হাসপাতালে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হল এক ক্যান্সার রোগীর।আসানসোল জেলা হাসপাতাল রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের হেড গাইনি চিকিৎসক দিপ্তেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই ব্রেস্ট ট্রান্সপ্লান্টটি করা হয়। সঙ্গে ছিলেন বাঙ্গুর এম আর হাসপাতালের নামকরা শল্য চিকিৎসক রনিত রায়। আসানসোল জেলা হাসপাতালের শল্য চিকিৎসক টিম এই অপারেশনের সময় উপস্থিত ছিলেন এবং তাঁরা পুরো অপারেশনটি নিরীক্ষণ করেন।
জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা তার স্তনে এটি টিউমার এর কারণে চিকিৎসা করাতে আসেন আসানসোল জেলা হাসপাতালে।এখানে তাঁর অপারেশনের পর বায়াপসি রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে। নিয়মানুযায়ী স্তন ক্যান্সারের ক্ষেত্রে সম্পূর্ণ স্তনটিকেই বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু মহিলাটি এই পদ্ধতিতে রাজি না হওয়ায় পিজি হাসপাতালের স্তন ক্যান্সার রোগের চিকিৎসক দিপ্তেন্দ্র সরকার পরামর্শ দেন ব্রেস্ট ট্রান্সপ্লান্টের। পাশাপাশি তিনি এটাও জানান এই চিকিৎসা ব্যায়বহুল। সম্পুর্ন খবরটি শোনার পর এগিয়ে আসে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ এবং তারাই এই যাবতীয় খরচ বহন করেন। ড: দিপ্তেন্দ্র সরকার জানান, “এই অপারেশন আসানসোল শুধু নয় রাজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। তবে আগামী দিনে এই অপারেশনের খরচ কিভাবে মিটবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়েছে। প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে জানানো হয়েছে। এই ব্যায়বহুল অপারেশন যাতে বিনামূল্যে রোগীদের করা যায় সে বিষয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে”।