
শুভম কর্মকার, বাঁকুড়াঃ অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার দুই ব্যাক্তি। বাঁকুড়া জেলার কোতুলপুর থানার একটি পুলিশ ভ্যান বুধবার বিকেলে টহল দিছিল, সেই সময় পুলিশ অফিসারদের নজরে আসে দুটি বালি বোঝাই ট্রাক্টর কোতুলপুর থানার শিহাসের দিকে যাচ্ছে। তখনই কর্তব্যরত পুলিশ অফিসার গাড়ি চালকদের কাছে বালি পরিবহনের বৈধ নথি চাইলে চালকরা কোনরকম বৈধ নথি দেখাতে পারেনি অভিযুক্ত ঐ দুই ব্যাক্তি। এরপরেই অবৈধ বালি বোঝায় ওই ট্রাক্টর দুটি সিজ করে কোতুলপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অবৈধ বালি পাচারকারী দুই ট্রাক্টর চালককে। পুলিশ সূত্রে জানতে পারা গেছে অভিযুক্ত চালকদের একজনের নাম শেখ বশির আলী এবং অপরজনের নাম বিশ্বজিৎ নন্দী। অভিযুক্তদের বৃহস্পতিবার বিষ্ণুপুর মহকুমা আদালতের তোলা হয়।