
প্রশান্ত কুমার দাস, মালদাঃ মাঠে খেলতে গিয়ে বোমার বিস্ফোরণে আহত দুই বালক । ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার অন্তর্গত হলদিবাড়ি গ্রামে। আহত বালকদের নাম, মহাম্মদ ইমতিয়াজ (১৩) ও শামীম আক্তার (৯)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো মাঠে খেলতে গেছিল তারা। খেলার সময় হঠাৎই বিস্ফোরণ হয়। গুরুতর আহত হয় দুই বালক। আহতদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধীর তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করছে, কিছুদিন আগেই মালদায় দুই তৃণমূল নেতা খুন হয়েছে, এবার আক্রান্ত শিশুরা। ২৬এর ভোটের আগে শাসক দলের নেতারা যে অস্ত্র মজুত করছে এই ঘটনাগুলি তারই নমুনা। কিন্তু বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন।