
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে পার্কিং বন্ধ রেখে বিক্ষোভ গাড়ি ব্যবসায়ীদের, দাঁড়িয়ে কয়েকশো পণ্যবাহী ট্রাক। উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। যেখান থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টি ট্রাক দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সীমান্ত হয়ে বাংলাদেশ যায়। রাজ্যের অন্যান্য সীমান্ত বর্ডার বিশেষ করে মালদা, মহাদিপুর সীমান্তে যেখানে ২৪ ঘন্টা পার্কিং চার্জ ৮০০ টাকা নেওয়া হয়। সেখানে ঘোজাডাঙ্গা সীমান্তে দেওয়া হয় মাত্র ৪০০ টাকা। এহেন বৈষম্যের প্রতিবাদের বিক্ষোভে নেমেছেন কার পার্কিং ওনার এন্ড অ্যাসোসিয়েশন।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিস্তারিত জানিয়েছেন তাঁরা। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর দফতরেও বাই পোস্টের মাধ্যমে পুরো বিষয়টি জানানো হয়েছে। এছাড়া জেলাশাসক মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তাদের একাধিকবার জানিয়েও মেলেনি কোনও সুরাহা। ২০২২ সালে রাজ্যের সুবিধা পোর্টালে ঘোজাডাঙ্গা পার্কিং অনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পার্কিং নাম নথিভুক্ত করেছিল। সেই সময় বলা হয়েছিল একটি পার্কিং চার্জ বাবদ টাকা জমা নেওয়া হচ্ছে সেগুলো আবার নির্ধারিত পার্কিং মালিকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রায় তিন বছর অতিক্রম হলেও আজও প্রায় একচল্লিশ লক্ষ টাকা পার্কিং মালিকরা পাননি।
ভিডিও দেখুন-