
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর : যাদবপুর কাণ্ডের জেরে সোমবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এস এফ আই। সেই ধর্মঘট কে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর কলেজে। সোমবার ধর্মঘটের সমর্থনে যখন এসএফআইয়ের সমর্থকেরা মেদিনীপুর কলেজের প্রধান গেটের সামনে অবস্থান করছিলেন তখনই শুরু হয় সংঘর্ষ। ছাত্রদের অভিযোগ, টিএমসিপি ছাত্র পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এর নেতৃত্বে টিএমসিপি-র বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে। তখনই শুরু হয় বচসা, তারপরেই তা পৌঁছয় হাতাহাতিতে।
উল্লেখ্যও, শনিবার ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন, সেই সময় শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান বামপন্থী পড়ুয়ারা। মূলত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। তার জেরেই পড়ুয়াদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, চুরি, ছিনতাই, আঘাতের জেরে গুরুতর জখম করার মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধেই এসএফআইয়ের পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে রাজ্য জুড়ে।