
বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: চলছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যেই তারস্বরে মাইক বাজিয়ে দলের আইএনটিটিইউসি পার্টি অফিস উদ্বোধন করলেন জয়নগরের তৃণমূলের শিক্ষক বিধায়ক বিশ্বনাথ দাস। হাইকোর্ট ও রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ অমান্য করে জয়নগরের দক্ষিণ বারাসাত ২ নম্বর প্লাটফর্ম সংলগ্ন এলাকায় রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে তারস্বরে বাজলো একাধিক মাইক। বারুইপুর হাই স্কুলের শিক্ষক তথা জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর এক নম্বর ব্লকের তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও অঞ্চল নেতৃত্বদেরকে সাথে নিয়ে মঞ্চ বেঁধে সভা করে আইএনটিটিইউসির পার্টি অফিস উদ্বোধন করলেন ঘটা করে। এতেই প্রশ্ন উঠেছে ওই শিক্ষক বিধায়ক কিভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার আগে এইভাবে অসুবিধা সৃষ্টি করলেন। দক্ষিণ বারাসাতে যেখানে মাইক বাজিয়ে তিনি সভা করেন তার ২০০ মিটারের মধ্যে রয়েছে দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাইস্কুল।শিক্ষক বিধায়কের এহেন কীর্তিতে বিরোধী দল গুলোর পাশাপাশি সমালোচনায় মুখর হয়েছেন তারই দলেরই জেলা পরিষদের সদস্য তথা জয়নগর লোকসভার তৃণমূলের সাংসদ প্রতিমা মন্ডলের প্রতিনিধি খান জিয়াউল হক। যদিও সংবাদমাধ্যমের কাছে মাইক বাজানোর কথা অস্বীকার করেছেন বিধায়ক নিজে। তার সাফাই সাউন্ড বক্স নিয়ে ইণ্ডোর সভা করেছেন।
ভিডিও দেখুন-