
অনুপ রায়,হাওড়া:হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চন্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। হাওড়ার নেতাজী সুভাষ রোডের ওপর জয়ন্ত বাবুর নিজের গাড়িতেই গুলি চলে, এবং আহত হন তিনি । গাড়িতে জয়ন্ত বাবু ছাড়ও এক মহিলা সহ ছিলেন মোট চারজন। সূত্রের খবর গাড়িতেই গন্ডগোল হয়েছিল , তখনই আই সি জয়ন্ত পাল কে লক্ষ্য করে গুলি চালানো হয়। আই সি’র গাড়িতে মহিলার উপস্থিতি নিয়ে বাড়ছে রহস্য। কেন হাওড়া তে এসেছিলেন হুগলির চণ্ডীতলা থানার আই সি জয়ন্ত বাবু, মহিলা ছাড়া আর কারা সেই গাড়িতে ছিলেন খতিয়ে দেখা হচ্ছে। আহত জয়ন্ত বাবুকে নিয়ে যাওয়া হয়েছে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। জয়ন্ত বাবুর হাতে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ ।