
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: বন দফতরের পাতা ফাঁদে পা না দিয়ে রাতের অন্ধকারে ভাঁড়ারী পাহাড়ের জঙ্গল থেকে একলাফে জাল ডিঙিয়ে পালালো বাঘ। গত কয়েকদিন ধরেই বাঘের আনাগোনা চলছিল পুরুলিয়ার ভাঁড়ারী পাহাড়ের জঙ্গলে। বাঘ ধরার জন্য চালানো হচ্ছিল কড়া নজরদারি। বনদপ্তরের পক্ষ থেকে বাঘ খুঁজতে ৭৫ টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল সেখানে। ৫টি খাঁচায় গবাদি পশুর টোপ রেখে পাতা হয়েছিল ফাঁদ। ড্রোন ক্যামেরা দিয়ে জঙ্গলে রাখা হয়েছিল নজরদারি। তবুও এখনও পর্যন্ত বাঘ ধরতে পারেনি বন দফতরের কর্মীরা। তবে খবর পাওয়া গেছে ইতিমধ্যেই বাঘটি স্থান পরিবর্তন করে অন্য এলাকায় ঢুকে পড়েছে।
শেষবার বাঘটিকে দেখা গিয়েছিল নেকড়া গ্রামে।এরপরে বান্দোয়ান- কুইলাপাল রাস্তা পার হতে দেখেছেন গ্রামবাসীরা। পায়ের ছাপও দেখা গেছে গ্রামে। ইতিমধ্যেই বন দফতরের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। গ্রামবাসীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। বাঘের আতঙ্কে গ্রামের বাসিন্দারা নিজেদের ও গবাদিপশুর সুরক্ষায় রাত জেগে লাঠি হাতে আগুন জ্বালিয়ে গ্রাম পাহরা দিচ্ছেন।