
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে জিতল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ৭৫ টি আসনেই জিতেছে,একটিও আসন পায়নি বিরোধীরা।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ইটিন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল মঙ্গলবার দুপুরে, এখানে ফের শাসকদলের আধিপত্য রয়ে গেল, বিরোধীরা কোন আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেনি , এমন কি নমিনেশনও তারা জমা দেয়নি, যার ফলে সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিরঙ্কুশ ভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল । বসিরহাট এক নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সারিফুল মন্ডল ও তৃণমূল নেতা শফিকুল দফাদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হয়ে এখানে মানুষ ভোটে তৃণমূলকে জিতিয়েছে, বিরোধীরা এখানে কোন নমিনেশন জমা দেয়নি তবে কাউকে ভয়-ভীতি দেখানো হয়নি। নিশ্চিত পরাজয় জেনে তারা প্রার্থী দেইনি। যার কারণে তৃণমূল কংগ্রেস এখানে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় লাভ করেছে। জেতার পরে প্রার্থীরা গলায় মালা মিষ্টি মুখ করে মিছিল করেন ইটিণ্ডা ও পানিতর গ্রামে।