
প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুর: এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে । হাসপাতালের সামনে বিক্ষোভ মৃতার পরিবারের সদস্যদের। চাঞ্চল্য এলাকাজুড়ে। মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে প্রসূতির। তাদের দাবি মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়ার জন্য মৃত্যু হয়েছে ওই বধূর, সংকটজনক ওই হাসপালের আরও চার প্রসূতি। জানা গেছে সন্তানের জন্ম হওয়ার পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ওই বধূর, প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়।সেলাইন দেওয়ার পর থেকে এই অবস্থার অবনতি হতে শুরু করে বলে দাবি তাদের।
প্রসঙ্গত,গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ৫ জন প্রসূতিকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে দেওয়ার অভিযোগ উঠেছিলো। স্যালাইনের ভিতরেই ছত্রাক ছিল বলে অভিযোগ করেছেন অনেকে। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ওই বধূর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনও জানা যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সেই বিষয়ে জানা যাবে।