
ওঙ্কার ডেস্কঃ পাগল কুকুরের আতঙ্ক বাঁকুড়া জেলার দেশড়া কোয়ালপাড়া এলাকায়। ওই কুকুরটি এলাকারই এক বাসিন্দার পোষা বলে জানা গেছে ।প্রথমে কুকুরটি গবাদি পশুদের আক্রমণ করতো । এরপর এলাকার মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে।
স্থানীয়রা সূত্রে খবর, গত ২ দিনে কুকুরটির সামনে যারা পড়েছে,তাদের ওপরেই হামলা চালিয়েছে কুকুরটি। এখনও পর্যন্ত ১৫ জনকে আহত করেছে কুকুরটি। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । পাগল কুকুরের আতঙ্কে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে এলাকার মানুষজন। সন্ধ্যের পর থেকেই ঘরবন্দি হয়ে পড়ছে সকলে। যেহেতু কুকুরটিকে এখনও পর্যন্ত ধরা সম্ভব হয়নি তাই চিন্তায় রয়েছেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই পুলিশে খবর দেওয়া হয়েছে। এবং অবিলম্বে কুকুরটিকে ধরে চিকিৎসা করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।