
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : তিন ভাইকে একসঙ্গে আক্রমণ করল চিতাবাঘ। চিতা বাঘের আক্রমণে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতের দলগাঁওবস্তি এলাকায়। জানা গেছে, রবিবার সন্ধ্যা ছ’টা নাগাদ বাড়িতেই খেলছিল মণীশ ওরাওঁ, আনিস ওরাওঁ ও তাদের খুড়তুতো দাদা অভিষেক ওরাওঁ। আচমকা দলগাঁও চা বাগান থেকে বেড়িয়ে দলগাঁও বস্তির ওই বাড়িতে হাজির হয় চিতাবাঘটি। সেসময়ে বাড়ির উঠোনে তিনভাই ছুটোছুটি করছিল। ঝাপিয়ে পড়ে চিতাবাঘটি তিনজনকেই আঘাত করে বলে জানা গেছে। তিন ভাইয়ের মধ্যে মণীশ সবার ছোট। তার বুকে মাথায় ও পায়ে আঁচর ও কামড় বসায় চিতাবাঘটি। পরে স্থানীয়রা এসে চিতাবাঘটিকে তাড়া করলে তিনভাইকে ছেড়ে চা বাগানে ঢুকে পরে সেটি। তিন ভাইকেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে তিনজন।