
অনুসূয়ি সিনহা, দুর্গাপুর : ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। দোলের বেশ কিছুদিন আগেই রঙিন উৎসবে মেতে উঠলো দুর্গাপুর মহাবিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা। বসন্ত উৎসবে নাচ গানের সঙ্গে দেদার উড়েছে আবির। বাতাসে বাতাসে ছড়িয়ে গিয়েছে বার্তা, এসো হে যৌবন। যৌবনের উপবনে বসন্তের এই দুনিয়াদারি এক বর্ণময় কোলাজ এঁকে দিয়েছে দুর্গাপুর সরকারি কলেজের ক্যাম্পাসে।
কলেজের প্রিন্সিপাল জানান, বসন্ত উৎসবকে মাথায় রেখে শান্তিনিকেতনের আদলে মুক্ত আকাশের নিচে রং-য়ের উৎসব পালন করলেন ছাত্রছাত্রীরা।
শুধুমাত্র আবির খেলা নয় ।তার সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও পাশাপাশি বেশ কিছুদিন আগে রঙের উৎসবকে উদ্দেশ্য করে পথ আল্পনার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলেও জানালেন কলেজের অধ্যক্ষ। এদিন শুধু কলেজ পড়ুয়ারা নন। এই প্রাক দোল উৎসবে অংশগ্রহণ করেছিলেন কলেজের প্রাক্তনীরাও।