
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুর ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটর স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। কম্পনের উৎস স্থল নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার কিলোমিটার গভীরে।
দিল্লিতে প্রায় ৪৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। দিল্লির উত্তর ভারতের বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়। কম্পনের জেরে আতঙ্কের সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়। বাসিন্দারা তাঁদের ঘর থেকে বেরিয়ে আসেন। এদিন ২টো ৫১ মিনিট নাগাদ হয় ভূমিকম্প।