
স্পোর্টস ডেস্ক : এই মরশুমটা ভালো গেলেও প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গল শেষ করেছে ৯ নম্বরে। তাই ইস্টবেঙ্গল আগেই দল ভাঙা-গড়ার কাজ শুরু করে দিয়েছে। মেহেদি তালাল, ডেভিড লালহানসাঙ্গার মত খেলোয়াড়দের ইতিমধ্যেই নাকি চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। তাছাড়া দিয়ামানট্যাকোসকে নেওয়ার দৌড়েও রয়েছে তারা। এরমধ্যেই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল প্রতিবেশী দেশ ভুটানের খেলোয়াড়ের ওপরও নজর রাখছে। শুধু তাই নয়, তাকে নাকি পরের মরশুমে সই করাতের চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তিনি হলেন, চেঞ্চো জেলসেন। ৯ নম্বর জার্সি পরে খেলেন তিনি। তাকে ‘ভুটানের রোনাল্ডো’ বলা হয়। লেফট্ উইঙ্গার পজিশনে খেলেন তিনি। তার বর্তমান মার্কেট ভ্যালু ১.৬ কোটি টাকা। চেঞ্চো ছাড়াও নেপালের অনন্ত তামাংকেও নাকি দলে নিতে চায় ইস্টবেঙ্গল। সেন্টার ব্যাক পজিশনে খেলেন তিনি। এখন এই দুই সাফ কাপারকে ইস্টবেঙ্গলে দেখা যাবে কি না তা তো সময়ই বলবে।