
স্পোর্টস ডেস্ক :আজ ১ লা আগস্ট ২০২৪, ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস। চিরাচরিত প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু ও ডাঃ রমেশ (নশা) সেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, অর্থ সচিব সদানন্দ মুখার্জি, দেবব্রত সরকার, প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, বিকাশ পাঁজি, অতনু ভটাচার্য, অমিত ভদ্র, অমিতাভ চন্দ্র, সঞ্জয় মাঝি, সৌমিক দে, আলভিটো ডি কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবি, চন্দন দাস, মাধব দাস, প্রশান্ত চক্রবর্তী প্রমুখ I ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়ার ফুটবলাররা এবং অগণিত সভ্য সমর্থক I এর পর সকলে মিলে কেক কেটে ক্লাবের ১০৫ তম জন্মদিন পালিত করেন I ক্লাব তাঁবুতে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবে আধিকারিক গণ ও প্রাক্তন খেলোয়াড়রা I