
স্পোর্টস ডেস্ক : আসন্ন কলকাতা লিগের জন্য দুই বাঙালি ফুটবলার সুব্রত মূর্মু ও মনোতোষ চাকলাদারকে সই করাল ইস্টবেঙ্গল। ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে উঠে আসা সুব্রত গত মরসুমে রেলওয়েজের হয়ে সন্তোষ ট্রফিতে খেলেন। অন্যদিকে মনোতোষ ২০২১-২২ মরসুমে বাংলাকে সন্তোষ ট্রফিতে নেতৃত্ব দিয়েছিলেন। বাংলা সেবার রানার্স হলেও দলের খেলা সকলের মনে ধরেছিল।পাশাপাশি গত বছর ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলেন।
মনোতোষ এরআগে ইস্টবেঙ্গলে অফার পান কলকাতা লিগে খেলার তবে তিনি আইএসএলে টার্গেট করে চেন্নাইতে যান। তবে সেখানে সেভাবে সুযোগ পাননি। ফলে আবার বাংলায় ফিরলেন। গতবারের ডায়মন্ড হারবার এফসির পরে এবারে ইস্টবেঙ্গল। এবারেও লাল হলুদ দল বিনো জর্জ এর প্রশিক্ষণে জুনিয়র দল নামাবে কলকাতা লিগে। তবে ডুরান্ড কাপে নামার কথা সিনিয়র দলেই তার আগে সব ধরণের দলই তারা প্রস্তুত করছে।