
স্পোর্টস ডেস্ক : এক গোলে এগিয়েও হার। ইস্টবেঙ্গলে র ব্যর্থতা অব্যাহত। টাটার শহরে জামশেদপুর এফসির কাছে বৃহস্পতিবার ১-২ গোলে হারল লাল হলুদ দল ।এদিন ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পর শেষ ১০ মিনিটে দু”গোল হজম। ম্যাচের নায়ক জেরেমি মানজোরো। ফ্রিকিক থেকে গোল করে জামশেদপুরকে জয়ে ফেরালেন স্পেনের বংশোদ্ভূত ফরাসি ফুটবলার। এদিন ম্যাচের পরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ লাল হলুদ হেডস্যার কার্লস কুয়াদ্রাত। তিনি বললেন,’আমি এই ধরনের ফুটবল পছন্দ করি না। আসলে এই দুই দলের মধ্য তেমন কোনও ফারাক নেই। তাই যে কোনও ফলই হতে পারত। আমাদের ছেলেরা আজ যথেষ্ট ভাল ফুটবল খেলেছে। কিন্তু অনেক গোলের সুযোগ নষ্ট করেছে। সে জন্যই এমন হল। আমরা ম্যাচের পরিকল্পনা অনুযায়ীই খেলছিলাম। আমাদের দল বেশ ভাল খেলেছে। দলের জন্য ছেলেরা সব কিছুই করেছে। তাই ওদের পারফরম্যান্সে আমি খুশি”।
এই হারের ফলে সুপার সিক্স যাওয়া একটু কঠিন তবে অসম্ভব নয় তাঁদের ।ইস্টবেঙ্গল আট নম্বরেই রয়ে গেল। সাত নম্বরে থাকা নর্থইস্টের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে তারা। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে নর্থইস্ট। আর ছ’নম্বর জামশেদপুর এফসি তাদের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। যদিও জামশেদপুর তাদের চেয়ে দু’টি ম্যাচ বেশি খেলে ফেলেছে। ফলে ইস্টবেঙ্গলের সেরা ছয়ে প্রবেশ করার সম্ভাবনা এখনও রয়েছে।
কুয়াদ্রাত বললেন, “অবশ্যই আমাদের সেরা ছয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা এখনও আছে। তবে সে জন্য আমাদের আরও ভাল খেলতে হবে, প্রতিপক্ষ হিসেবে আরও কঠিন হয়ে উঠতে হবে। কঠিন ম্যাচগুলো জিততে হবে। যেমন গতকাল নর্থইস্ট জিতল গোয়ার বিরুদ্ধে। এর থেকেই বোঝা যায় এই লিগে যে কোনও দল যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে। আমাদেরও সে রকম জয় পেতে হবে”।
তবে কুয়াদ্রাত মেনে নিয়েছেন, তারা দ্বিতীয় গোলটি করতে না পারায় প্রতিপক্ষ আরও মরিয়া হয়ে ওঠে। তিনি বলেন, “যখন কোনও দল এগিয়ে থাকে, তখন তাদের প্রতিপক্ষ যে মরিয়া হয়ে উঠবেই, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু দুই দলের মানে, শক্তিতে ফারাক না থাকলে অনেক কিছুই হতে পারে। আমরা ওই সময় দ্বিতীয় গোল করতে পারিনি, সেই জন্যই ম্যাচে যে কোনও ফল হতে পারত। সেটাই হয়েছে”।