
স্পোর্টস ডেস্ক : ডার্বির আগে খুশির খবর ইস্টবেঙ্গলে। লিওনেল মেসির প্রাক্তন বার্সেলোনার সতীর্থ ভিক্টর ভ্যাসকুয়েজ’কে সই করালইস্টবেঙ্গল।বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এই ফুটবলার। অবশেষে লোনে এফসি গোয়া যাওয়া সেন্টার মিডফিল্ড জেনারেলের জায়গায় এই ফুটবলার কে নিল ইস্টবেঙ্গল। যদিও রেজিস্ট্রেশন না হওয়ায় শনিবার ডার্বিতে খেলতে পারবেন না তিনি। এদিন ভিক্টর বলেন,ইস্টবেঙ্গলের ঐতিহ্যবাহী একটি ক্লাবে সই করতে পেরে আমি গর্বিত । ভারতীয় ফুটবলে খেলার জন্য মুখিয়ে রয়েছি। খুব তাড়াতাড়ি কোচ কার্লেস এবং সহকারী কোচ দিমাসের সঙ্গে কাজ শুরু করব।” বার্সেলোনায় মেসি, পিকে, সেস ফ্যাব্রেগাসদের সতীর্থ। মিডফিল্ডে খুব কার্যকরী । এদিন লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাত বললেন,ইস্টবেঙ্গল সমর্থকদের অনেক আনন্দ ও সাফল্যের মুহূর্ত উপহার দেবে বলে মনে করি। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। আশাকরি, ইন্ডিয়ান সুপার লিগেও জ্বলে উঠবে ভিক্টর।’