
স্পোর্টস ডেস্ক :—বুধবার সুপার কাপ সেমিফাইনালের কলিঙ্গ স্টেডিয়ামে জামশেদপুর এফসির মুখোমুখি ইস্টবেঙ্গল।টানা সাত ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি অষ্টম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান’কে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের মগডালে লাল হলুদ ব্রিগেড । তবে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি এদিন জানালেন,, “ডার্বিতে মোহনবাগানের অন্তত তিন জন ফুটবলারের লাল কার্ড দেখার কথা। উপরন্তু আমাদের ফুটবলারকে কড়া ট্যাকেল করার পরেও কোনও হলুদ কার্ড দেখানো হয়নি। এই ধরনের রেফারিং খুবই খারাপ।”
বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন বোরহা হেরেরা। কিন্তু পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে সেমি ফাইনালে খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের এই বিদেশি মিডফিল্ডার। তাঁর অনুপস্থিতিতে আসন্ন ম্যাচের জন্য মাঝমাঠে বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করতে হতে পারে ইস্টবেঙ্গল’কে। এই প্রসঙ্গে কোচ কার্লেস বলেন, “বোরহা কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবে না। তবে খারাপ রেফারির কারণে কার্ড দেখতে হয়েছে ওকে। একটা ফাউলের জন্য তিন জনকে কার্ড দেখানো হয়। এটা ঠিক নয়।” জামশেদপুরের বিরুদ্ধে সেমিতে ধারে ও ভারে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। একটা সময় লাল-হলুদের কোচ ছিলেন খালিদ জামিল। খালিদ আবার ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচও বটে। সেই বিষয়ে কুয়াদ্রাত বললেন “জামাল ভারতীয় ফুটবলে পরিচিত নাম। ওর প্রশিক্ষণে জামশেদপুর পর পর ম্যাচ জিতছে। তবে সেমিফাইনাল সব সময়ই কঠিন লড়াই। তাই জয়ের জন্য খেলতে হবে। আমাদের রক্ষণ ভাল। সুযোগ তৈরি করতে হবে আমাদের। মানসিক ভাবে আমরা এখন অনেকটাই চাঙ্গা।”