
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : রাজ্যজুড়ে গরু-কয়লার পাশাপাশি বালি পাচারেরও অভিযোগ উঠছে। পুলিশের নজর এড়িয়ে বেআইনিভাবে নদীর পাড় কেটে বালি পাচার করে মাফিয়ারা। তবে এবার ঘটল এক আশ্চর্য ঘটনা। মাঝরাতে রূপনারায়ণ নদীর বেআইনি পাড় দখল করতে গিয়ে নিখোঁজ ৪১ বছরের শিবনাথ ভৌমিক। জানা যায়, সোমবার রাতে শিবনাথ এবং উত্তম ভৌমিক মায়াচরের দিকে বালি কাটতে গিয়েছিলেন। তবে নদীতে প্রবল স্রোতের জেরে তলিয়ে যান শিবনাথ। তাঁকে খুঁজে না পেয়ে নৌকো নিয়ে ফিরে আসেন উত্তম। মঙ্গলবার সকাল থেকেই নদীতে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ এসে উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনাস্থলে তদারকি করছেন মহিষাদল থানার পুলিশ।