
নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের মুখ্যসচিবকে নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইয়ের তরফ থেকে রাজ্যের কাছে যে অনুমোদন চাওয়া হয়েছিল সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কতদিনের মধ্যে নেওয়া সম্ভব হবে কিনা জানতে চেয়ে রিপোর্ট তলব। আগামী ৩ রা এপ্রিলের মধ্যে এনিয়ে রিপোর্ট না দিলে হাজির হতে হবে আদালতে নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীরডিভিশন বেঞ্চের। নিয়োগ দুর্নীতির জামিন সংক্রান্ত মামলায় এই নোটিশ জারির আগে একাধিক বার মুখ্যসচিবকে এবিষয় জানতে চেয়েছিল আদালত, তবে এ বিষয়ে কিছুই জানান নি তিনি। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। সেখানেই নিয়োগ দুর্নীতির তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরুতে সিবিআইয়ের বিলম্বিত ভূমিকায় প্রশ্ন তোলে আদালত। এর পরেই সিবিআইয়ের বক্তব্যের প্রেক্ষিতে এই নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের।