
বঙ্গের রেশন দুর্নীতির সঙ্গে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির যোগ পেল তদন্তকারী সংস্থা ইডি। পশুখাদ্য দুর্নীতি মামলার মূল অভিযুক্তদের নাম জড়াল র্যা শন দুর্নীতিকান্ডে। এমনই দাবি করেছে ইডি। ডোমজুড়ের এক প্যাকেজিং সংস্থায় একটানা প্রায় দু’দিন ধরে ইডি অভিযানের পর সামনে আসছে বিস্ফোরক তথ্য। ওই প্যাকেজিং সংস্থার ডিরেক্টরদের নাম জড়িয়েছিল লালুপ্রসাদ যাদবের পশুখাদ্য কেলেঙ্কারিতে। রাজসাক্ষী হয়ে মুক্তির পরই কী র্যা শন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তাঁদের? সেই প্রশ্নের এখন উত্তর খুঁজছে ইডি। প্যাকেজিং সংস্থার মাধ্যমে এফসিআইয়ের পাঠানো চাল, গমে নিজেদের লেবেল লাগিয়ে বাজারজাত করা হত বলে অভিযোগ। ওই প্যাকেজিং সংস্থার ডিরেক্টর ব্যবসায়ী হিতেশ চন্দক এবং দীপেশ চন্দক। ১৯৯৬ সালে দু’জনেরই নাম জড়ায় পশুখাদ্য কেলেঙ্কারি মামলায়। ধৃত বাকিবুর রহমানের সঙ্গে তাদের ‘ঘনিষ্ঠতা’বলে ইডি সূত্রে খবর।