
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ এখনও অধরা শেখ শাহজাহান, এর মধ্যেই ইডির ওপর হামলার ঘটনায় এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । ঘটনার পর রাজ্যের তরফে ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে অমিত শার মন্ত্রক।
ইডির ওপর হামলার ঘটনায় এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ঘটনার পর রাজ্যের তরফে ঠিক কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যকে চিঠি পাঠিয়েছে অমিত শার মন্ত্রক।
উল্লেখ্য, ইডির ওপর হামলার ঘটনাটি যে লঘু করে দেখছে না কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক, তা আগেই জানিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতৃত্ব। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেই সময় উন্মত্ত জনতার রোষের মুখে পড়েন তদন্তকারীরা।
একাধিক ইডি আধিকারিকদের ইটের আঘাতে মাথা ফেটে যায়। তাঁদের গাড়িতে ভাঙচুর করা হয়। সেই ঘটনার পর রাতে বনগাঁতেও প্রায় একই পরিস্থিতির মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। দুটি ঘটনার পর থেকেই একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য পুলিশ।