
স্পোর্টস ডেস্ক :সাফ কাপে সুনীলদের কোচ হিসেবে দেখা যাবে না ইগর স্টিম্যাচ’কে। অর্থাৎ সেমি ফাইনাল এবং ফাইনালে ভারতীয় দলের ডাগ আউটে বসতে পারবেন না ক্রোয়েশিয়ান কোচ। দুই ম্যাচের জন্য ব্যান করা হল তাঁকে ।
শুক্রবার সাফ কাপের ডিসিপ্লিনারি কমিটির একটি বৈঠক হয়। সেখানে একাধিক বিষয় আলোচনা হওয়ার পাশাপাশি স্টিম্যাচের বিষয়টি নিয়েও কথা হয় আধিকারিকদের। তিন জন সদস্যের একটি কমিটি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এরপর সিদ্ধান্ত নেওয়া, এক ম্যাচ নয় বরং দুই ম্যাচের জন্য ব্যান করা হবে স্টিম্যাচ’কে। অর্থাৎ সেমি ফাইনাল ও ফাইনালে উঠলেও কোচ হিসেবে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন না স্টিম্যাচ।
এখানেই শেষ নয়, দুই ম্যাচ ব্যান করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে তাঁকে। ৫০০ ডলার জরিমানা দিতে হবে স্টিম্যাচ’কে। সাফ কাপে তিন ম্যাচের মধ্যে দুইবার লাল কার্ড দেখেছেন স্টিম্যাচ। পাকিস্তান ম্যাচে এক ফুটবলারকে আউট করার সময় বাধা দেন তিনি। ফলস্বরূপ সরাসরি লাল কার্ড দেখতে হয় তাঁকে। এরপর নেপালের বিরুদ্ধে ডাগ আউটে ছিলেন না ভারতীয় দলের কোচ। কুয়েতের স্টেডিয়ামে ছিলেন ইগর স্টিম্যাচ। কিন্তু রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে দুইবার হলুদ কার্ড দেখেন তিনি। ফলস্বরূপ সেমি ফাইনালে জিতে ফাইনালে উঠলেও কোচ হিসেবে ভারতীয় দলের ডাগ আউটে বসতে পারবেন না স্টিম্যাচ। তাঁর বদলে দায়িত্ব সামলাবেন সহকারী কোচ মহেশ গাউলি।