
ওঙ্কার ডেস্ক:পবিত্র ঈদের দিনে বাড়িতে বাড়িতে সাহায্য চাইতে এসে ঘর থেকে চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরলো এলাকার মানুষ জন ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানার শেরপুর এলাকায়,
জানা যায় সকাল থেকে পরিবার লোকজন ব্যস্থছিলো কুরবানির নিয়ে সেই সুযোগে বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনা নিয়ে চম্পট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে ২ মহিলা ও ১ শিশু, তড়িঘড়ি খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায় ঘটনা স্থলে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেপ্তার করে নিয়ে যায়, এলাকার মানুষদের দাবি ঠিক একই ভাবে এর আগেও এই ধরণের ঘটনা ঘটেছে এলাকায়, অভিযুক্তদের পরিচয় জানা না গেলেও যাযাবর বলে পরিচিত এলাকার মানুষ পরিচয় জানার চেষ্টা করলেও ভাষা বুঝতে না পারায় পরিচয় জানা সম্ভব হয়নি, ঘটনায় রিতিমতো চাঞ্চল্য ছড়ায় সামশেরগঞ্জের শেরপুর এলাকায়।