
তামসী রায় প্রাধান, ওঙ্কারঃ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদ আসনে। সেলিম যে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হবেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেই ইঙ্গিত আগে দিয়েছিলেন। পাশের কেন্দ্র বহরমপুরে প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি নিজে। মুর্শিদাবাদে সেলিমের হয়ে জোর কদমে প্রচার করছে বাম কংগ্রেস।
প্রসঙ্গত, পূর্বে কলকাতা উত্তর-পূর্বের সংসদ ছিলেন মহম্মদ সেলিম। পরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে ২০১৪ সালে সাংসদ হয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী ছিলেন সেলিম। এ বার ফের কেন্দ্র বদল করে মুর্শিদাবাদে সেলিম।
এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের মোট ভোটদাতার সংখ্যা হল ১৭,২৫,১৮৭ জন। ২০১৯ এই আসনটি তৃণমূলের দখলে থাকলেও, এক ভাগ রাজনৈতিক বিশ্লেষকেরা দাবি করেছেন, কংগ্রেস ও বাম শিবিরের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মুর্শিদাবাদে এগিয়ে মহম্মদ সেলিম। যেখানে সব অঙ্কের হিসাব নিকাশ গোলমাল করে দিতে পারে সেলিম অধীর রাজনৈতিক গেম। আর প্রার্থী ঘোষণার পরে সেলিম বলেছেন, ‘‘এটা সাধারণ নয়, অসাধারণ লড়াই। রাজ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মেরুকরণের রাজনীতি থেকে বেরোনোর জন্য বামফ্রন্ট মনে করেছে প্রার্থী হওয়া উচিত। কংগ্রেস নেতারা চেয়েছেন, তাই তিনি প্রার্থী।