
প্রদীপ মাইতি, ওঙ্কার বাংলা: বাদাম ক্ষেতে তাণ্ডব চালাচ্ছিল হনুমানের দল। আর তাদের তাড়াতে গিয়ে অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে এগরা থানার বেনাচাকড়ি গ্রামে। ঘটনার পর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সন্তোষ দাস (১৭)। ছেলেটি জেড়থান গয়া প্রসাদ বিদ্যাপীঠের একাদশ শ্রেণীতে পড়ত। অভিযোগ, চুরি ঠেকাতে এক ব্যক্তি তার পান বরোজে অবৈধ ভাবে বিদ্যুতের খোলা তার দিয়ে ঘিরে রেখেছিল। হনুমান তাড়াতে গিয়ে সেই তারে জড়িয়ে পড়ে সন্তোষ। আর তার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এমন মর্মান্তিক মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অভিযুক্ত পান বরোজ মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। রবিবার মৃত কিশোরের দেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ছাত্রের আত্মীয়রা জানান, অবৈধ ভাবে পান বরোজের চারদিকে খোলা বিদ্যুতের তার পেতে রাখা ছিল। সেই বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভিডিও দেখুন-