
নিজস্ব সংবাদদাতা:সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো বিজেপি। নির্বাচনী বন্ড বাতিল।
সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো কেন্দ্রে শাসক দল তথা বিজেপি। দীর্ঘ সুনানির পর বাতিল হয়ে গেল নির্বাচনী বন্ড। ইলেক্টোরাল বন্ধের মাধ্যমে কর্পোরেট হাউস গুলি তাদের পছন্দের রাজনৈতিক দলগুলোকে গোপনে টাকা দিতে পারতো। কোন রাজনৈতিক দলকে কোন হাউস কত টাকা দিয়েছে তা প্রকাশ্যে আনা হতো না।
মূলত এই কারণেই অস্বচ্ছতার অভিযোগে বাতিল হয়ে গেল ইলেকটোরাল বন্ড। সুপ্রিম কোর্ট সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে এই নির্বাচনী বন্ড বাতিল ঘোষণা করলো। সুপ্রিম কোর্ট বলেছে
কোন রাজনৈতিক দল কাদের কত টাকা দিচ্ছে তা জানবার অধিকার ভোটারদের রয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি টা আরো বলেছেন স্টেট ব্যাঙ্কে অবিলম্বে প্রকাশ করতে হবে কোন রাজনৈতিক দল কাদের কাছ থেকে কত টাকা পেলো।
স্টেট ব্যাংক এই তথ্য নির্বাচন কমিশন কে জানাবে। নির্বাচন কমিশন সেই তথ্য ওয়েবসাইটে তুলে দেবে।
পাশাপাশি সুপ্রিম কোর্ট ব্যাংকে অবিলম্বে নির্দেশ দিয়েছে ইলেক্টোরাল বন্ড আর ইস্যু না করতে। জাতীয় কংগ্রেস সমেত একাধিক বিরোধী দল সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে।