
ওঙ্কার ডেস্ক: প্রয়াগরাজ থেকে ফিরলেন বাংলার গায়িকা ইমন চক্রবর্তী। কুম্ভমেলার শেষ লগ্নে পরিবারের সদস্যদের নিয়ে প্রয়াগরাজে গেছিলেন সঙ্গীতশিল্পী ইমন। গায়িকার মহাকুম্ভে অনুষ্ঠান করার কথা ছিল আগেই। তবে মেলায় পদপিষ্টের ঘটনার কারণে ১০ ই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তাই বাতিল হয় ইমনের অনুষ্ঠানও। অবশেষে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি মহাকুম্ভের অনুষ্ঠানে স্বামী নীলাঞ্জন ঘোষ ও দলের সঙ্গে মঞ্চ মাতালেন তিনি।
এই অনুষ্ঠানের জন্য গায়িকার প্রস্তুতি জোরকদমে চলছিল প্রায় একমাস আগে থেকে। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের তৈরি গেরুয়া শাড়িতেই সেজেছিলেন ইমন। শাড়ির পাড়ে লেখা ছিল মহা মৃত্যুঞ্জয় মন্ত্র।

সূত্র মারফত জানা গেছে, মহাকুম্ভের অনুষ্ঠানে গায়িকা গেয়েছেন, বিভিন্ন রাজ্যের লোকগীতি, ভক্তিগীতি যেমন, বাংলার কীর্তন ‘গৌরাঙ্গ রাই’, পঞ্জাবি লোকগীতি ‘ছল্লা’, রাজস্থানি লোকগীতি ‘চৌধরী’ সঙ্গে ছিল ভজন। শ্রোতারা ভক্তি ভরে উপভোগ করেছেন ইমনের গান। একেবারে জমজমাট সন্ধ্যা ছিল কুম্ভমেলায়। শুক্রবার কলকাতায় ফিরেছেন ইমন। ইতিমধ্যেই প্রয়াগরাজের ছবি সোশ্যল মিডিয়ায় পোস্ট করেছেন ইমন চক্রবর্তী।